করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৭৩ হাজার ২৫১ জনে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৭ হাজার ৭৩৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ৫৯৪ জনে।
এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখ ৪১ হাজার ৩৭০ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৪ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৩৮৮ জনে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় জাপানে মারা গেছেন ১২৪ জন। এ নিয়ে জাপানে মৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৯ হাজার ৬০১ জনে। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬১২ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৬০ হাজার ৩১৭ জন।
এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৮৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ৪৫ লাখ ৯ হাজার ২৬১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৪৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ১৬ লাখ ২৬ হাজার ১৪৭ জন।
বিশ্বে সর্বাধিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৪৩৯ জনে। একদিনে রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৮২৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার ৭৭৪ জন।