৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছে।

universel cardiac hospital

মো. সালাহউদ্দিন বলেন, ভোর থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করলে দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। ভোর থেকে ৩ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে প্রায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে। বর্তমানে নৌপথে ছোট-বড় ১২টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।

শেয়ার করুন