ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ হাজারে পৌঁছেছে। শুধু তুরস্কেই নিহতের সংখ্যা বেড়ে ২০ হাজার ৬৬৫ জন হয়েছে বলে দেশটির দুর্যোগ ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে। আর ভূমিকম্পে সিরিয়ায় সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে সাড়ে তিন হাজারের বেশি হয়েছে।
এএফএডি জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দক্ষিণাঞ্চ থেকে প্রায় ৯৩ হাজার ক্ষতিগ্রস্তকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতায় এক লাখ ৬৬ হাজারের বেশি সদস্য সম্পৃক্ত রয়েছে। খবর এএফপি, বিবিসির।
এদিকে তুরস্কের কাহরামানমারাস শহরের বাতাসে লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে বলে সেখানে সংবাদ সংগ্রহের নিয়োজিত আল–জাজিরার প্রতিবেদক রেসুল সরদার জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা সর্বত্র লাশের গন্ধ পাচ্ছি। কয়েকজনের মৃতদেহ বের করতে দেখেছি। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে পাওয়া যায় কি না সেজন্য উদ্ধারকর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে রেসুল সরদার বলেন, কাউকে জীবিত পাওয়া গেলে তা হবে ‘অলৌকিক ঘটনা’। এখানকার উদ্ধারকর্মীরা জানেন তাঁদের হাতে আর সময় নেই।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অন্তত আট লাখ ৭০ হাজার মানুষের জরুরিভাবে খাবার দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিসেবে, শুধু সিরিয়াতেই ৫৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।