কথা

সাখাওয়াত জাকি

সাখাওয়াত জাকি
সাখাওয়াত জাকি। ফাইল ছবি

তোমাকে জড়িয়ে ধরার কথা ছিল;
কথা ছিল পাঁজরের হাড়ে হাড়ে ধাক্কা লাগার,
কথা ছিল কাঁদবো দু’জনে; সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মত !
কিন্তু কি অদ্ভুত তুমি নেই; দুরন্ত হাহাকারে হৃদপিন্ড লাফিয়ে চলছে বুকের খাঁচায়; আর একটা দিন বেঁচে থাকার নারকীয় চেষ্টা নিয়ে।

তুমি নেই ! হাত গুলো হাতড়ে বেড়ায় হাতের খোঁজে, চোখ গুলো খুঁজে বেড়ায় তোমার ছায়া – কান, নাক, ঠোঁট সবাই কে না হয় বোঝালাম-কিন্তু পাঁজরের হাড় ? তাকে বোঝাবো কি দিয়ে ? তাকে তো কথা দিয়েছিলো তোমার হাড়ে, তোমাকে বানাতে যে দিন টেনে ভেঙ্গে বের করে নিলো – সে দিন ই তো কথা দিয়েছিলো।
দেখা হবে ধুলোর পৃথিবীতে,
অহংকারে মোড়ানো শরীর নিয়ে আবারো তোমার সাথে।

universel cardiac hospital

তোমার চোখের রোদ চশমার রঙের ধাঁধায় গুলিয়ে ফেলবে যদি জানতাম, তবে কি দিতাম তোমায় জন্মান্তরের ধার,
তবে কি খুঁজতাম তোমায় পৃথিবীর অলি গলি, আলো আর আঁধার ?

তোমার ফিরে আসার পথের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ আজ ধূসর সাদা,
অপেক্ষায় অপেক্ষায় ক্লান্ত মগজ তোমার ছায়ার মরীচিকা দেখে।
কখনো সে তোমায় আঁকে মানবী বা পরী রুপে,
কখনো কখনো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে; আঁধার দেখে !!

শেয়ার করুন