রাষ্ট্রপতির দলীয় মনোনয়নপত্র আজ জমা দেবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আজ রোববার সকাল ৯টায় আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে রাষ্ট্রপতির দলীয় মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

এই বিষয় জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্ব রোববার দলের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির পদে দলীয় মনোনয়ন পত্র জমা দিতে যাবে। যেহেতু রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তাই সকালের দিকেই জমা দেওয়া হবে।

universel cardiac hospital

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার (১২ ফেব্রুয়ারি)। কিন্তু এখনও মনোনয়ন ফরম নেননি কোনো প্রার্থী। তফসিল অনুযায়ী, রোববার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচনে মনোননয়নপত্র দাখিল করা যাবে। মূলত এদিনই খোলাসা হবে কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি পদে যারা আলোচনায়

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দিনাজপুর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। জাতীয় সংসদের সদস্যরা ভোট দিয়ে রাষ্টপতি নির্বাচন করবেন। তবে একজন প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন হবে না। ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোয়নপত্র বাছাই হবে। একজন প্রার্থী থাকলে ওই দিনই নিশ্চিত হওয়া যাবে কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি। সে ক্ষেত্রে আওযামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে তিনিই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি।

এ নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। জাতীয় সংসদে সংরক্ষিত আসনসহ মোট আসন ৩৫০টি। এদিকে, নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে শনিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত কোনো দলের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া হয়নি। যেহেতু রোববার পর্যন্ত মনোনয়ন জমার শেষদিন, তাই এখনই কিছু বলা যাচ্ছে না।

রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকেন। আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। মো. আবদুল হামিদের উত্তরসূরী কে হচ্ছেন, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

গত বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করার ক্ষমতা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়।

শেয়ার করুন