ফাইনালে ওঠার লড়াইয়ে রংপুরকে ১৮৩ রানের টার্গেট দিলো সিলেট

ক্রীড়া প্রতিবেদক

ফাইল ছবি

টস হেরে গেলে ম্যাচ হেরে যাওয়াটা যেন অবশ্যম্ভাবী একটা পরিণতি হিসেবেই চিত্রিত হয়ে যায়। যদিও কোনো কোনো দল টস হেরে গেলেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নেয়। বিপিএলে এর ব্যতিক্রম হয়নি।

আজও কোয়ালিফায়ার-২ এর ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামতে হয় মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে। ব্যাট করতে নামার পর কোনো ব্যাটার বড় কোনো স্কোর গড়তে পারেননি। তবে, মাঝারিমানের বেশ কয়েকটা স্কোর হয়েছে। তারওপর ভর করেই ৭ উইকেট হারিয়ে ১৮২ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে সিলেট।

universel cardiac hospital

শেষ ওভারেই ১৭ রান তুলে নেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার জর্জ লিন্ডে। ৬টি ছক্কা এবং একটি বাউন্ডারির মার মারেন তিনি। ১০ বলে করেন ২১ রান। তবে সিলেটের হয়ে সর্বোচ্চ রান করেন নাজমুল হোসেন শান্ত করেন ৩০ বলে ৪০ রান। তাছাড়া মাশরাফি বিন মুর্তজা ২৮(১৬), তৌহিদ হৃদয় ২৫(২৫), জাকির হাসান ১৬(১৩), রায়ান বার্ল ১৫(৬), মুশফিক ৬(৫), থিসারা পেরেরা ২১(১৫) রান করেন।

শেয়ার করুন