তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ঘানার জাতীয় দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান আটসুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের সময় তিনি দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থান করছিলেন। খবর আল-জাজিরার।
মুরাত উজমহেমেত নামের একজন জানান, আটসুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তুরস্কের হাতায়ের এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়।
সেখান থেকে তার ব্যবহৃত অনেক কিছুই উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে, তার মোবাইল ফোনটিও।
তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই তুরস্কে অবস্থান করা ক্রিশ্চিয়ান আটসু নিখোঁজ ছিলেন। ধারণা করা হয়েছিল, বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তিনি। ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড তুর্কিশ সুপার লিগে খেলতে দেশটিতে অবস্থান করছিলেন।
ক্রিশ্চিয়ান আটসু গত বছরের সেপ্টেম্বরে তুরস্কের ক্লাব হ্যাতাস্পোরে যোগ দেন। এর আগে তিনি নিউক্যাসেল ইউনাইটেড, এভারটন ও পোর্তোর মতো ক্লাবের হয়ে মাঠে দারুণ পারফর্ম করেছেন।
এদিকে ভূমিকম্পের ১৩তম দিনেও ‘অলৌকিকভাবে’ তুরস্কের উদ্ধারকারীরা তিনজনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত বের করতে সক্ষম হয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বেশ কিছু অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে এখনো চলছে উদ্ধার অভিযান।