দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) চারজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার তিনজন ও ঢাকার বাইরের একজন। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। আগের দিনও কেউ মারা যাননি। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত জানুয়ারিতে ছয়জন ও চলতি ফেব্রুয়ারিতে দুজন মারা গেছেন।
কন্ট্রোল রুম জানিয়েছে, সারদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৪ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকায় ১৫ জন। বাকি ১৯ জন ভর্তি অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয়।