রাশিয়া ধ্বংস হোক, তা চায় না ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে পরাজিত দেখতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তবে দেশটি ‘ধ্বংস’ হয়ে যাক, তা চান না তিনি। গতকাল শনিবার ফ্রান্সের কয়েকটি গণমাধ্যমের প্রকাশিত এক আলাপচারিতায় এসব কথা বলতে শোনা যায় তাঁকে। খবর বিবিসি ও এএফপির।

জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়েছে মিউনিখ নিরাপত্তা সম্মেলন। সেখান থেকে ফেরার পর এই সাক্ষাৎকার দিয়েছেন মাখোঁ। ইউক্রেনকে আরও সহায়তা করতে সম্মেলনে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত আছে ফ্রান্স।

universel cardiac hospital

আলাপচারিতায় এমানুয়েল মাখোঁ বলেন, আমি চাই, রাশিয়া ইউক্রেনে পরাজিত হোক। আমি এটাও চাই যে, নিজেদের সুরক্ষিত করার সক্ষমতা ইউক্রেনের থাকুক। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, তিনি নিশ্চিত যে এই যুদ্ধ সামরিকভাবে শেষ হবে না।

অনেকে চলমান যুদ্ধটা রাশিয়ার অভ্যন্তরে নিয়ে যেতে এবং দেশটিকে ধ্বংস করতে চায় উল্লেখ করে মাখোঁ বলেন, এই লোকগুলো যা মনে করে, আমি তা করি না। তাদের লক্ষ্য, রাশিয়াকে পুরোপুরি পরাজিত করা এবং রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো।

শেয়ার করুন