রাশিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তি স্থগিতের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ফাইল ছবি

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে করা ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক ও দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, চুক্তির বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ওয়াশিংটন। খবর রয়টার্সের।

আজ মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সে মার্কিন দূতাবাসে অ্যান্টনি ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, আমাদের দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে থাকুক না কেন, কৌশলগত অস্ত্রের সংখ্যা সীমিত করার বিষয়ে আমরা রাশিয়ার সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে এখনো প্রস্তুত আছি।

universel cardiac hospital

এর আগে আজই বার্ষিক ‘স্টেট অব দ্য নেশন’ ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শুধু এ চুক্তিই কার্যকর ছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ২০১০ সালে চুক্তিতে সই করেছিলেন।

শেয়ার করুন