পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলবের বিষয়টিতে কী হয়েছিল, তা খতিয়ে দেখা হবে। আজ বুধবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার জাহাজগুলো বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত মঙ্গলবার কামরুল আহসানকে তলব করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, আমরা রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছি। সেখানে কী আলোচনা হয়েছে, তা বিশ্লেষণ করে দেখব। এখানে শুধু এটি নয় (তলব), দ্বিপক্ষীয় আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ইউক্রেন–রাশিয়া যুদ্ধের কারণে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশেও আমাদের নীতিগত অবস্থান থেকে যখন যেখানে ভোটের যে ধারা যেমন হওয়া উচিত, সেভাবে করেছি। খুব শিগগির সাধারণ পরিষদে (জাতিসংঘের) আরেকটি প্রস্তাব আসছে। সেটা নিয়ে আমরা বিবেচনা করছি। গতকালের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমরা আগামীকাল আপনাদের জানিয়ে দেব।