অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার ৯ মার্চের স্থানীয় নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচনের পরবর্তী সময় আগামী ৩ মার্চ জানানো হবে। খবর এনডিটিভির।
নির্বাচন কমিশন বলছে, প্রয়োজনীয় তহবিলের জন্য আমরা পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াবা আবেইওয়ার্দানার সঙ্গে যোগাযোগ করছি। আশা করি, তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সম্প্রতি শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে স্থানীয় সরকার নির্বাচন মে মাস পর্যন্ত স্থগিত রাখতে একটি পিটিশন জমা দেওয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ছিল সেই পিটিশনের ওপর শুনানি। কিন্তু সর্বোচ্চ আদালত এক সিদ্ধান্তে সেই শুনানি মুলতবি করার পরের দিনই নির্বাচন স্থগিত করল কমিশন।