বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে ভয়াবহ লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনী। শহরটির নিয়ন্ত্রণ নিতে বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। অন্যদিকে শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। খবর রয়টার্সের।

রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে সাময়িক কিছু এলাকা দখল করে নিতে পারে বলে এক মার্কিন কর্মকর্তা ভবিষ্যদ্বাণী করেছেন।

গতকাল বুধবার সকালে এক ব্রিফিংয়ে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, বাখমুতের দিকে শত্রুদের এগিয়ে আসা অব্যাহত রয়েছে। বাখমুতে হামলার ক্ষেত্রে তারা কোনো ক্ষান্ত দিচ্ছে না।

বাখমুতে রুশ বাহিনীর হামলার নেতৃত্বে রয়েছে ভাড়াটে যোদ্ধাদের সংগঠন ওয়াগনার। ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন গতকাল বলেছেন, বাখমুতে প্রতিরোধ গড়ে তুলতে নতুন করে হাজারো সেনা মোতায়েন করেছে ইউক্রেন। শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে তারা ভয়াবহ রক্তক্ষয়ী লড়াইয়ে লিপ্ত হয়েছে।

বাখমুতে যুদ্ধের আগে ৭০ হাজারের বেশি মানুষ ছিল। কিন্তু কয়েক মাসের লড়াইয়ে এখন শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাখমুত দখল করতে পারলে রুশ বাহিনীর জন্য দোনেৎস্ক অঞ্চলের অবশিষ্ট দুটি শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক নিয়ন্ত্রণের পথ উন্মুক্ত হবে।

শেয়ার করুন