ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা উৎসব ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

স্বাধীনতা তুমি পরাধীনতার শিকল ভাঙ্গার নাম, স্বাধীনতা তুমি লাখো শহীদের রক্তের দাম। স্বাধীনতার মাস এই রক্তঝরা মার্চ। এরই ধারাবাহিতায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) ২ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতার মাস এবং আসন্ন ৬ মার্চ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে স্বাধীনতা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ফাহিমা খাতুন-এর সভাপতিত্ব্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।

universel cardiac hospital

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের র্ট্রেজারার মোরশেদা চৌধুরী। আলোচনা শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের আন্তঃ ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র সম্মিলন পরিষদ এর যৌথ পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন