ইউক্রেন যুদ্ধের প্রতিশোধ হিসেবে রাশিয়াকে বড় ধরনের শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।
শুক্রবার ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর বাইডেন এ কথা বলেন। খবর আলজাজিরার।
এ সময় ইউক্রেনের জন্য আরও ৪০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাইডেন বলেন, ন্যাটো মিত্র হিসেবে আমরা আমাদের বন্ধুদের শক্তিশালী করব।
আর শলৎজ বলেন, যতদিন দরকার, ততোদিন ন্যাটো মিত্রদের কিয়েভকে সমর্থন যোগানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে, চীন রাশিয়াকে যদি কোনো ধরনের অস্ত্র সরবরাহ করে তবে ফের নিষেধাজ্ঞা দেওয়া হবে।
এদিকে চীন রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিলেও এই ইস্যুতে বেইজিংয়ের ওপর কী ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যায় সে বিষয়েও মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বাইডেন প্রশাসন।