চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাশাপাশি আহতদের চিকিৎসা সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে জেলা প্রশাসন।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ২০ জন আহত শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদেরকে বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাও থাকবেন।
এদিকে এ ঘটনায় আহতদের অধিকাংশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসার খবর নিতে সন্ধ্যায় সেখানে যান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর তৌহিদুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আহতদের চিকিৎসার সব খরচ ও ওষুধ দেওয়া হবে।