পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে বিক্ষোভ, হামলা, হত্যা এবং গাড়ি পোড়ানোর ঘটনায় সদর থানায় ছয়টি মামলা দায়ের হয়েছে।
এরমধ্যে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে ১টি, পুলিশের ওপর হামলা বিক্ষোভ-সংঘর্ষ নিয়ে ২টি, র্যাবের পক্ষ থেকে ১টি, স্কুল পোড়ানো নিয়ে ১টি এবং কাদিয়ানী সম্প্রদায়ের পক্ষ থেকে ওসমান আলী বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন।
এসব মামলায় আসামী ৮ হাজার ২’শ। গত দুই দিনে পুলিশের কয়েকটি দল রাতে অভিযান চালিয়ে ৮১ জনকে গ্রেপ্তার করেছে।
এদের মধ্যে ‘প্রধান গুজব সৃষ্টিকারী’ অভিযোগে যুবদল নেতাও আটক হয়েছে। এ ঘটনায় জেলা শহরের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী।
অন্যদিকে পঞ্চগড় জেলায় গত দু’দিন ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে মোবাইল অপারেটররা। এতে ইন্টারনেট ব্যবহারকারীরা দুর্ভোগে পড়েছেন।