ভবনটি ৪৫ বছর আগের, নথি পাওয়া যায়নি: রাজউক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ৪৫ বছর আগের পুরোনো বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে সরকারি ছুটির দিন থাকায় এখনো ভবনের কাগজপত্র খুঁজে পায়নি সংস্থাটি।

আজ বুধবার দুপুরে রাজউকের পরিচালক (জোন–৫) হামিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করতে এসে এ তথ্য জানান। ইতিমধ্যে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।

universel cardiac hospital

হামিদুল ইসলাম বলেন, ভবনটি যখন অনুমোদন নেওয়া হয়, তখন রাজউক ছিল না, ডিআইটি ছিল। প্রায় ৪৫ বছর আগে ভবনটির অনুমোদন নেওয়া হয়। আজ সরকারি ছুটির দিন থাকায় আমরা নথি পাইনি। তবে কর্মচারীদের খুঁজতে বলা হয়েছে।

রাজউকের এই কর্মকর্তা আরও বলেন, ভবনটি আবাসিক না বাণিজ্যিক, তা জানার চেষ্টা করছি।

বিভিন্ন সময় ঢাকায় ভবনে বিস্ফোরণ ও ধসে পড়ার দায় রাজউক এড়াতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, দায় তো অবশ্যই একটু নিতে হবে।

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ২০ জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন