মিয়ানমারে নির্বাচন আরও পেছানোর ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমার আগামী বছরের শেষের দিকে জাতীয় আদমশুমারি করবে। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে। এর অর্থ, দেশটির সাধারণ নির্বাচন আরও পেছাবে। খবর ব্যাংকক পোস্টের।

মিয়ানমারের অভিবাসন ও জনসংখ্যামন্ত্রী ইউ মিন্ট কিয়াং বলেছেন, ২০২৪ সালের অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে দেশটিতে আদমশুমারি হবে। এর আগে দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং বলেছিলেন, দেশে ভোটার তালিকা তৈরির জন্য আদমশুমারি প্রয়োজন। দেশটিতে নির্বাচনের পূর্বশর্ত হলো এই ভোটার তালিকা। এ ছাড়া জান্তাপ্রধান বলেছিলেন, দেশের অবস্থা স্থিতিশীল হলেই কেবল নির্বাচন দেওয়া হবে।

universel cardiac hospital

গত মাসে জান্তার পক্ষ থেকে দুই বছরের জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়ানো হয়। ওই সময় বলা হয়েছিল, এ বছরের আগস্টে নির্বাচন হতে পারে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার অভিযোগ করছিল, ২০২০ সালের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল।

শেয়ার করুন