শিক্ষানবিশ চিকিৎসক ফাতেমার অবস্থার উন্নতি, বাসচালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষানবিশ চিকিৎসক ফাতেমা কাশেম ওয়াফার (২৫) শারীরিক অবস্থার শুক্রবার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন ধানমন্ডির বেসরকারি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জনের অধীনে চিকিৎসাধীন।

চিকিৎসকেরা বলেছেন, ফাতেমার শারীরিক বিপর্যয় (শক) অবস্থা কেটে গেছে। তবে তার সেরে উঠতে অনেক দিন লাগবে।

universel cardiac hospital

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় বেপরোয়া গতির এলাইক পরিবহনের একটি বাস ফাতেমাকে ধাক্কা দিয়ে ফেলে পা পিষে দেয়। বাসচাপায় তার কোমর ও পায়ের হাড় কয়েক টুকরা হয়ে গেছে। একজন পথচারী তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করেন।

এ ঘটনার পর স্বজনেরা ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ফাতেমা তেজগাঁও শিল্পাঞ্চলের বেসরকারি শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক। ওই কলেজ থেকে এমবিবিএস পাস করার পর তিনি সেখানেই ইন্টার্নশিপ করছেন।

শেয়ার করুন