কাশ্মীরে সংবাদমাধ্যমের স্বাধীনতাহীনতা নিয়ে মতামত ছাপানোয় যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার কড়া সমালোচনা করল ভারত। ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর শুক্রবার একাধিক টুইটে ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই প্রতিবেদন দুরভিসন্ধিমূলক ও কল্পনাপ্রসূত। নিবন্ধ প্রকাশের উদ্দেশ্য একটাই—ভারতের সম্মানহানি ঘটানো।
কাকতালীয়ভাবে ওই নিবন্ধ যে সময় প্রকাশিত হয়, ঠিক তখনই সুইডেনের ভি ডেম ইনস্টিটিউট তার ২০২৩ সালের রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়েছে, গত ১০ বছরের ঘটনাবলি ভারতকে বিশ্বের সবচেয়ে খারাপ স্বৈরতান্ত্রিক দেশগুলোর অন্যতম করে তুলেছে। ওই তালিকায় ভারতের সঙ্গী দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, ব্রাজিল। ভারতের মতো স্বৈরতান্ত্রিক প্রবণতা বেড়েছে তুরস্ক, সার্বিয়া, হাঙ্গেরি, থাইল্যান্ডে। ওই রিপোর্টের নির্যাস—পৃথিবীর মোট জনসংখ্যার ৭২ শতাংশ, অর্থাৎ কমবেশি ৫৭০ কোটি মানুষ স্বৈরতান্ত্রিক সরকারের অধীন জীবন কাটাচ্ছে।
দ্য নিউইয়র্ক টাইমসের মতামত নিবন্ধটি লিখেছেন কাশ্মীরের ‘দ্য কাশ্মীর টাইমস’ পত্রিকার নির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিন। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর ২০১৯ সাল থেকে কীভাবে সাবেক এ রাজ্যের সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করা হচ্ছে, সাংবাদিকদের ওপর নির্যাতন চলছে, তা তিনি বর্ণনা করেছেন। জাতীয় স্বার্থে কীভাবে সাংবাদিকদের কন্ঠরোধ হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, নানা আইনে মিথ্যা মামলায় আটক করা হচ্ছে, বিদেশে যেতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি হত্যাও করা হচ্ছে, তা তুলে ধরে ওই নিবন্ধে তিনি লিখেছেন, অবশিষ্ট ভারতের ভাগ্যও কাশ্মীরের মতো হয়ে উঠতে পারে।
বিদেশি গণমাধ্যম কিংবা বিদেশি সংগঠন যারাই ইদানীং ভারতের সরকার, গণতন্ত্র, বাক্স্বাধীনতা, রাজনৈতিক বা অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করছে, প্রত্যেকেই ভারতবিরোধী বলে অভিহিত হচ্ছেন। সরকারিভাবে বলা হচ্ছে, এসব ভারতকে কালিমালিপ্ত করার অপপ্রচার ও চক্রান্ত। ভি ডেম ইনস্টিটিউট বা ফ্রিডম হাউসের রিপোর্টের পাশাপাশি ভারত বিরোধিতার সেই তকমা সাঁটা হয়েছে হিনডেনবার্গ রিসার্চ ও বিবিসির কপালেও। দ্য নিউইয়র্ক টাইমসকেও সেই একই পঙ্ক্তিতে ফেললেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর।
পরপর কয়েকটি টুইটে অনুরাগ ঠাকুর আজ শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের ওই সংবাদপত্র অনেক দিন আগেই নিরপেক্ষতা বিসর্জন দিয়েছে। ভারত সম্পর্কে সংবাদপত্রটি যখন খুশি, যা তা প্রকাশ করে চলেছে। এবারও কাশ্মীরের বাক্স্বাধীনতা না থাকা নিয়ে যা লেখা হয়েছে, তা দুরভিসন্ধিমূলক ও কল্পনাপ্রসূত। ওই নিবন্ধের উদ্দেশ্য একটাই—ভারত সরকার, ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মূল্যবোধের বিরুদ্ধে অপপ্রচার করা। তিনি লেখেন, নিউইয়র্ক টাইমসের মতো আরও কয়েকটি সমভাবাপন্ন বিদেশি গণমাধ্যম এভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই মিথ্যাচারিতা বেশিদিন টিকবে না।
অনুরাগ ঠাকুর ভারতের গণতন্ত্র ও বহুত্ববাদের জয়গান করে টুইটে লিখেছেন, ভারতের গণতন্ত্র ও দেশবাসী যথেষ্ট পরিণত। এ ধরনের একদর্শী গণমাধ্যমের কাছ থেকে আমরা গণতন্ত্রের ব্যাকরণ শিখতে যাব না। নিউইয়র্ক টাইমসের মিথ্যাচারিতা নিন্দনীয়। ভারতবাসী তাদের এ দেশে সফল হতে দেবে না।
ভি ডেম ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অবশ্য দ্য নিউইয়র্ক টাইমসের নিবন্ধকেই পরোক্ষভাবে স্বীকৃতি দিচ্ছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতের জনগণ রাজনৈতিক মেরুকরণে সম্মোহিত হয়ে ক্রমেই গণতান্ত্রিক নীতি থেকে সরে আসছে। মেরুকরণের ফলে গত ১০ বছরে ভারতে সহযোগিতার পরিবেশ নষ্ট হয়েছে।
বিজেপি ওই রিপোর্টের সমালোচনায় বলেছে, সংগঠনটি মার্কিন ধনকুবের জর্জ সোরোসের টাকায় চলে। হিনডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর জর্জ সোরোস আদানি গোষ্ঠীর সমালোচনা করেছিলেন।