তত্ত্বাবধায়ক সরকার আদায় ছাড়া মাঠ ছাড়ব না: ১২–দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। এবার সব সংলাপ, আলাপ-আলোচনা হবে রাজপথে। এ জন্যই মাঠে নেমেছি। দাবি আদায় ছাড়া মাঠ ছাড়ব না।

আজ শনিবার দুপুরে রাজধানীর বিজয় নগর পানির ট্যাংক এলাকায় এক মানববন্ধনে এসব কথা বলেন ১২–দলীয় জোটের নেতারা। গ্যাস-বিদ্যুৎ-চাল-ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার, অনির্বাচিত সরকারের পদত্যাগ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই জোট মানববন্ধনের আয়োজন করে।

universel cardiac hospital

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

এই আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখা হবে উল্লেখ করে মোস্তফা জামাল হায়দার আরও বলেন, সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ১৮ মার্চ দেশের প্রতিটি মহানগরে যুগপৎ কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচি সফল করার আহ্বান জানাই।

শেয়ার করুন