তৃতীয় পক্ষের মাধ্যমে ঢাকার সব ভবন পরীক্ষা করবে রাজউক

নিজস্ব প্রতিবেদক

রাজউক
ফাইল ছবি

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে ঢাকার প্রতিটি ভবন সরেজমিনে পরীক্ষা করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে জনবলসংকটের কারণে এ কাজটি তৃতীয় পক্ষের মাধ্যমে করবে সংস্থাটি।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত নগর উন্নয়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া রাজউকের আওতাধীন এলাকায় ঝুঁকিপূর্ণ ৪২টি ভবন ভাঙার জন্য সংশ্লিষ্ট মালিকদের তাগাদাপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সভায় উপস্থিত রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে বিদ্যমান সব ভবন পরীক্ষা করা হবে। পরীক্ষার প্রক্রিয়াটি কীভাবে হবে, সেটি ঠিক করতে ৩০ দিনের মধ্যে একটি নীতিমালা তৈরি করা হবে। পরীক্ষায় ভবনগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও ভবনগুলো ভূমিকম্পের জন্য কতোটা সহনীয়, তা দেখা হবে।

এদিকে ভবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থাপত্য নকশার পাশাপাশি কাঠামোগত নকশা জমা দেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গ্যাসের লিকেজ ও যেখানে–সেখানে রাসায়নিক দ্রব্য মজুত ও বিক্রি বন্ধে তদারকি বাড়াতে শিগগিরই একটি আন্তমন্ত্রণালয় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন