মেডিকেল ভর্তির ফল প্রকাশ, পাসের হার ৩৫.৩৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

এমবিবিএস ভর্তি পরীক্ষা
ফাইল ছবি

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর এক লাখ ৩৫ হাজার ৮০০ জন পরীক্ষায় অংশ নেন । পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

১২ মার্চ (রোববার) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

universel cardiac hospital

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ৩৯ হাজার শিক্ষার্থী। আর পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

শেয়ার করুন