কর্মীদের দুই কোটি ৩১ লাখ টাকা পরিশোধ করল বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক

বিআরটিসি

২০১৭-২০ সাল পর্যন্ত রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (বিআরটিসি) বিভিন্ন ডিপো, ইউনিটে দায়িত্ব পালন করা প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারীর পাওনা দুই কোটি ৩১ লাখ ৬৭ হাজার ৩৫৩ টাকা পরিশোধ করা হয়েছে। আজ বুধবার প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাজুল ইসলাম এই অর্থ পরিশোধ করেন।

ওই সময় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের সব ডিপো ম্যানেজার ও সুবধাভোগীরা অনলাইনে যুক্ত ছিলেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানে যোগ দেন বর্তমান চেয়ারম্যান। তখন পূর্ববর্তী বকেয়া থাকা দুই কোটি ১৭ লাখ ৩৬ হাজার টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ১৮ ডিপো/ইউনিটের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে পরিশোধ করা হয়।

universel cardiac hospital

বিআরটিএ চেয়ারম্যান জানান, মানবিক কার্যক্রমের ফলে বিআরটিসির সব কর্মকর্তা-কর্মচারী আনন্দের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বেতন পরিশোধের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, এখন বিআরটিসিতে নিয়োজিত সবাই প্রতি মাসের এক তারিখে বেতন পান। সবার সুযোগ-সুবিধা বেড়েছে। যা অতীতে হয়নি। প্রতিষ্ঠানও লাভজনক অবস্থায় রয়েছে। আমি বিশ্বাস করি বিআরটিসি আরও এগিয়ে যাবে।

শেয়ার করুন