সীতাকুণ্ডে বিস্ফোরণের মামলায় সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় নগরের জিইসি মোড় থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. মাহাবুবর রহমান।
সীতাকুণ্ড থানার এক পুলিশ কর্মকর্তা রাত সাড়ে ৯টার দিকে জানান, গ্রেপ্তারের পর পারভেজকে নিয়ে অন্য আসামিদের ধরতে সীতাকুণ্ডে অভিযান চালাচ্ছে শিল্প পুলিশ।
এর আগে গত ৪ মার্চ বিকালে সীতাকুণ্ডের ছোট কুমিরায় সীমা শিল্পগ্রুপের প্রতিষ্ঠান সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণে আহত ও দগ্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ২১ জন।
এ ঘটনায় নিহত শ্রমিক মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে গত ৬ মার্চ অক্সিজেন কারখানাটির মালিক তিন ভাইসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এজাহারভুক্ত আসামি তিন ভাই হলেন- সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীন।