৩ বছর পরেই আমরা উন্নত-মধ্যম আয়ের দেশে উন্নীত হব : বাণিজ্যমন্ত্রী

মত ও পথ ডেস্ক

টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

আগামী তিন বছর পর অর্থাৎ ২০২৬ সালে বাংলাদেশ উন্নত ও মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  

বুধবার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

universel cardiac hospital

বাণিজ্যমন্ত্রী বলেন, মাত্র এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমি কাতারে ছিলাম, যেখানে স্বল্পোন্নত দেশগুলোর আঞ্চলিক সম্মেলন হলো। আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে আছি। তবে আমাদের স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগ দেওয়া এবারই শেষ। আমরা আর স্বল্পোন্নত দেশ থাকছি না, আমরা উন্নত ও মধ্যম আয়ের দেশে উন্নীত হতে চলেছি। আর মাত্র তিন বছর, ২০২৬ সালে আমরা উন্নীত হয়ে যাব।

শেয়ার করুন