আয়ারল্যান্ডকে হাথুরু বললেন, ‘খুব বিপজ্জনক’

ক্রীড়া ডেস্ক

হাথুরুসিংহে
ফাইল ছবি

সকালে একদফা বৃষ্টি দেখেছে সিলেট শহর। তখন থেকেই আবহাওয়া মেঘলা, শীত শীত ভাব। বাংলাদেশ দল এর মধ্যেই আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসেছে অনুশীলন করতে। কাল থেকে শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আরও একটি নতুন সিরিজ যখন দুয়ারে, তখন ঘুরেফিরে আলোচনায় আসছে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের বিষয়টি।

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ধবলধোলাইয়ের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের মধ্যে উত্তুঙ্গ আত্মবিশ্বাস কাজ করছে। প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ড, সে আত্মবিশ্বাস অতি আত্মবিশ্বাসে পরিণত হতে পারে।

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য এ ক্ষেত্রে বেশ সতর্ক। আজ সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের সেটি মনে করিয়ে দিলেন এভাবে, ভেরি ডেঞ্জারাস। আমরা আয়ারল্যান্ডকেও ইংল্যান্ডের মতো করেই সমীহ করছি। আমি নিশ্চিত করে বলতে পারি, আপনার মতো করে (আত্মবিশ্বাসের) চিন্তা করাটা কতটা ভুল হবে আমার ক্যারিয়ারের জন্য। আমরা আয়ারল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।

শেয়ার করুন