পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার হলে গঠিত কমিটি পার্টির নেতৃত্ব দেবে। আজ শনিবার ইসলামাবাদে আদালতে হাজির হতে যাওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানান।
গত বছর সাবেক এই ক্রিকেটার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশব্যাপী ব্যাপক বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন। এর জেরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গত মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়ে দলের কর্মীদের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ও পিটিআই কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
৭০ বছর বয়সী ইমরান লাহোরে নিজ বাসভবনে বসে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি একটি কমিটি গঠন করে দিয়েছি। আমি যদি কারাগারে যাই, তাহলে কমিটি সিদ্ধান্ত নেবে। তিনি জানান, তার বিরুদ্ধে এ মুহূর্তে ৯৪টি মামলা আছে।
ইমরান বলেন, তার জীবনের জন্য হুমকি আগের চেয়ে এখন বেশি। কোনো ধরনের প্রমাণ না দিয়েও তিনি দৃঢ়ভাবে বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ ও সামরিক বাহিনী তাকে আগামী নির্বাচনে দাঁড়াতে না দিতে এমনটা করছে।
তবে এ বিষয়ে সরকার ও সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।