শিশুরাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ: মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তারাই আগামী দিনের বিশ্বের চালিকা শক্তি।

১৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে শিশু নাট্যম-এর বসন্তকালীন আর্ট ক্যাম্পের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজকের শিশুরা আগামী দিনে আইনস্টাইন, শেখ মুজিবুর রহমানের মতো বড় মানুষ হবে জানিয়ে মোকতাদির চৌধুরী বলেন, এই শিশুদের নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। আমাদের চিন্তা করতে হবে, তাদেরকে কিভাবে বেড়ে তুললে দেশের উন্নয়ন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, শিশু নাট্যম এর প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটু প্রমুখ।

শেয়ার করুন