ইমরানের বাড়িতে অভিযানে জড়িত সব পুলিশের বিরুদ্ধে মামলা করবে পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : ইন্টারনেট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাসভবন জামান পার্কে অভিযানে জড়িত সব পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করবে তার দল। খবর জিও নিউজের।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী আজ রোববার এ কথা বলেছেন। একই সঙ্গে তিনি জামান পার্কে চালানো পুলিশি অভিযানকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করেছেন।

universel cardiac hospital

তোশাখানা মামলায় গতকাল শনিবার আদালতে হাজিরা দিতে জামান পার্ক থেকে বের হয়েছিলেন পিটিআই-প্রধান ইমরান খান। এরপরই তার বাসভবনে অভিযান চালায় পাঞ্জাব পুলিশ।

অভিযানে ইমরান খানের বাসভবন থেকে অ্যাসল্ট রাইফেল ও বুলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ। এই ঘটনায় রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে পিটিআইয়ের ৬০ জনের বেশি কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন