মাহির স্বামী ফিরেছেন, তবে পুলিশ বলছে নিশ্চিত নয়

গাজীপুর প্রতিনিধি

ফেসবুক আইডির মাধ্যমে ভিডিও শেয়ার করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল আইনে ওই মামলা করা হয়। মামলাটি করেন গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া।

ওই মামলায় পুলিশ গতকাল শনিবার সকালে বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। একইদিন বিকেলে আদালত জামিন দিলে ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। একই মামলার প্রধান আসামি তার স্বামী রকিব রোববার সকালে ঢাকা এলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে কোনো অভিযান চালায়নি বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বলেন, তিনি (রকিব) ঢাকায় এসেছেন কি না, সেটি আমার জানা নেই। তিনি দেশে এসে থাকলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন