গুঞ্জনই সত্যি হলো। ইউরো বাছাইয়ে ফ্রান্সের অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে। কোচ দিদিয়ের দেশম নতুন অধিনায়ক হিসেবে এই স্ট্রাইকারকে নিশ্চিত করেছেন।
বিশ্বকাপ শেষে উগো লরিস অবসরে চলে যাওয়ার পর থেকে অধিনায়কের পদটি খালি। তবে ফরাসি দলের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছিল, নেতৃত্বে এমবাপ্পে যুগে প্রবেশ করছে ফরাসি দল।
টেলিফুটের সঙ্গে এক সাক্ষাৎকারে মঙ্গলবার দেশম সিদ্ধান্তটি প্রকাশ্যে আনেন, ‘ব্লুদের নতুন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আন্তোয়ান গ্রিয়েজম্যান সহঅধিনায়ক। এই দায়িত্বে সবদিক থেকে উপযুক্ত কিলিয়ান।’
জাতীয় দলে এমবাপ্পেকে কেন্দ্র করেই যেহেতু ফরাসিরা আক্রমণের পসরা সাজায়। তাই এমবাপ্পের হাতে নেতৃত্ব থাকাটা অপ্রত্যাশিত নয়। এরই মধ্যে পিএসজিতে সহঅধিনায়কের দায়িত্ব পালন করছেন।
লরিসের নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপ জিতলেও কাতার বিশ্বকাপে রানার্স আপ হয়েছে ফরাসিরা। যার এক মাস পর গত জানুয়ারিতে লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। ৩৬ বছর বয়সী এই গোল রক্ষক প্রায় দশ বছর ফরাসিদের নেতৃত্ব দিয়েছেন।