র্যাগিংয়ে জড়িত থাকার দায়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারে পড়েন। তাদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
বুধবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান বলেন, র্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ওই শিক্ষার্থীদের এ শাস্তি দেওয়া হয়েছে। তাদের হলে ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।