চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ৬ জনের মনোনয়ন জমা

মত ও পথ ডেস্ক

উপ-নির্বাচন
প্রতীকী ছবি

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার (২৭ মার্চ) মনোনয়ন জমার শেষ দিনে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ। আগামী ২৭ এপ্রিল এ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়ন জমা দেওয়া অন্যরা হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন, ন্যাশনাল পিপলস পার্টির মো. কামাল পাশা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দীন মুহাম্মদ আবদুস সামাদ, স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী এবং মীর মো. রমজান আলী।

universel cardiac hospital

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এই আসনের সংসদ সদস্য ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। পরবর্তী সময়ে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৭ মার্চ। ২৯ মার্চ বাছাইয়ের পর ৫ এপ্রিল করা যাবে মনোনয়নপত্র প্রত্যাহার। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ ছাড়াও ১২ আওয়ামী লীগ নেতা মনোনয়ন সংগ্রহ করেছিলেন। কিন্তু জমার শেষ দিনেও তাদের কেউ মনোনয়নপত্র জমা দেননি।

নির্বাচন কমিশন জানিয়েছে, বোয়ালখালী পৌরসভা, আট ইউনিয়ন ও নগরের পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন। ভোটকেন্দ্র ১৯০টি, ভোটকক্ষ ১৪১৪টি।

এ নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএম-এ।

শেয়ার করুন