চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে ইউক্রেনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বুধবার বার্তা সংস্থা এপির বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আমরা তাঁকে এখানে দেখার অপেক্ষায় আছি। আমি তাঁর সঙ্গে কথা বলতে চাই। যুদ্ধ শুরুর আগে তাঁর সঙ্গে আমার যোগাযোগ ছিল। কিন্তু গত ১ বছর ধরে যোগাযোগ নেই।
গত বছর ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরুর পর মস্কোর সঙ্গে বেইজিংয়ের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হয়েছে।
চীনা প্রেসিডেন্ট শি চিনপিং গত ২০ মার্চ তিনদিনের সফরে মস্কো যান। সফরকালে তিনি রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের কথা বলেন।
এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের পক্ষ থেকে ১২ দফা শান্তি প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে যুদ্ধ বন্ধের পাশাপাশি শান্তি আলোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।