এশিয়ায় বিশৃঙ্খলা ও সংঘাত এড়িয়ে চলতে হবে: চীনা প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, এশিয়ার দেশগুলোকে অবশ্যই ‘বিশৃঙ্খলা ও সংঘাত’ এড়িয়ে চলতে হবে। না হলে এই অঞ্চলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার চীনের হাইনান দ্বীপে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর আল–জাজিরার।

সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের উদ্দেশে চীনা প্রধানমন্ত্রী বলেন, অনিশ্চিত এই বিশ্বে, চীন যে নিশ্চয়তা দিচ্ছে, তা বিশ্বের শান্তি ও উন্নতিতে ভূমিকা রাখছে। এটা অতীতে ছিল, বর্তমানেও আছে।

সম্মেলনে ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এইচএসবিসির প্রধান নির্বাহী নোয়েল কুইন, আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনের প্রতিষ্ঠাতা স্টিফেন সোয়ার্জম্যান প্রমুখ।

রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ ছাড়া সম্মেলনে অংশ নিয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী জুলাইয়ে তাঁর ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন