ভারতে বেকারত্বের হার বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। মার্চে দেশটির বেকারত্বের হার বেড়ে দাঁড়ায় সাত দশমিক আট শতাংশে। বৈশ্বিক অর্থনীতির ধীর গতিতে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে প্রভাব পড়তে পারে এই আশঙ্কার মধ্যেই এমন খবর সামনে এল। খবর ব্লুমবার্গের।
মুম্বাইভিত্তিক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য অনুযায়ী, শহর এলাকায় বেকারত্বের হার দাঁড়িয়েছে আট দশমিক চার শতাংশে। অন্যদিকে গ্রামাঞ্চলে বেকারত্বের হার সাত দশমিক পাঁচ শতাংশ। ফেব্রুয়ারিতে ভারতের মোট বেকারত্বের হার ছিল সাত দশমিক পাঁচ শতাংশ।
অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, বেকারত্ব বাড়া তিন দশমিক দুই ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে চাহিদা কমার ইঙ্গিত দেয়। সম্প্রতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্যান্য দেশের মতো ভারতের কর্তৃপক্ষও লড়াই চালিয়ে যাচ্ছে।
তাছাড়া রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বেঞ্চমার্ক সুদের হার এপ্রিলে আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে, যা এর আগে ছয়বার বাড়ানো হয়েছে।
অন্যদিকে পাকিস্তানে পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না দেশটির মূল্যস্ফীতির। বার্ষিকভিত্তিতে চলতি বছরের মার্চ মাসে পাকিস্তানের মূল্যস্ফীতি বেড়ে ৩৫ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে।
বিনিয়োগ কোম্পানি আরিফ হাবিব করপোরেশনের তথ্য অনুযায়ী, মার্চে পাকিস্তানে মূল্যস্ফীতির যে হার পাওয়া গেছে, তা ১৯৬৫ সালের জুনের পর সর্বোচ্চ।