কীটনাশক, ক্র্যাশ প্রোগ্রাম, চিরুনি অভিযান, ড্রোন, গাপ্পি মাছের দাওয়াই দিয়ে নিয়ন্ত্রণে আসছে না মশা। এবার এডিস ও কিউলেক্স মশার লার্ভা ধ্বংস করতে ব্যাকটেরিয়ার দারস্থ হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরাইলেন্সিস’ (বিটিআই) নামের এই ব্যাকটেরিয়া লার্ভিসাইটের মাধ্যমে লার্ভা ধ্বংস করা হয়।
ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিটিআইয়ের পরীক্ষামূলক কার্যক্রম শেষে শতভাগ কার্যকর ফলাফল পাওয়া গেছে। চলতি মাসের প্রথম সপ্তাহেই ৪-৫ টন বিটিআই মজুত করা লক্ষ্যে ই-টেন্ডারে যাচ্ছে ডিএনসিসি। আগামী দুই মাসের মধ্যেই ব্যাকটেরিয়া বিটিআই লার্ভিসাইটের মাধ্যমে মশক নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে প্রয়োগ শুরু হবে।
বিজ্ঞানীদের মতে, ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরাইলেন্সিস (বিটিআই) প্রাকৃতিক, সাশ্রয়ী ও টেকসই। জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, বিটিআই একটি ব্যাকটেরিয়া। এটি সারাবিশ্বে নিয়মিত মশা নিয়ন্ত্রণ এগ্রিকালচারে ব্যবহৃত হয়। এতে পরিবেশের জন্যও ক্ষতিকর কিছু নেই।
ডিএনসিসি জানায়, প্রায় ২ বছর ধরেই ব্যাকটেরিয়া বিটিআই দিয়ে মশার লার্ভার ধ্বংস করার বিষয়ে বিভিন্ন কীটতত্ববিদদের সঙ্গে বৈঠক করেছেন সংস্থাটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সর্বশেষ যুক্তরাষ্ট্রের মিয়ামি শহর পরিদর্শনে গিয়ে গত ২১ জানুয়ারি ঢাকায় মশা নিধনের পদ্ধতিতে ভুল রয়েছে বলে গণমাধ্যমকে জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।