তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরও অবনতি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্র সফররত তাওয়ান প্রেসিডেন্টের সঙ্গে কেভিন ম্যাকার্থির বৈঠক করার কথা রয়েছে। খবর এএফপির।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের চীনা কনস্যুলেটের এক মুখপাত্র এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিবৃতিতে বলা হয়, সাই ইং-ওয়েনের সঙ্গে কেভিন ম্যাকার্থির বৈঠক হলে চীনের ১৪০ কোটি মানুষের জাতীয় আবেগে প্রচণ্ড আঘাত লাগবে। ফলে এই বৈঠকের মাধ্যমে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে খাটো করা হবে।
স্পিকার কেভিন ম্যাকার্থি ক্যালিফার্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বলে আবারও নিশ্চিত করেছেন। একে চীন ‘আগুন নিয়ে খেলার’ শামিল বলে সতর্কতা উচ্চারণ করলেও তাতে কান দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
