বঙ্গবাজারে আগুন: ৯ ঘণ্টা পর জাতীয় জরুরি সেবার ৯৯৯ চালু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ আবার চালু হয়েছে। বঙ্গবাজারের কাছের আবদুল গণি সড়কের রেলভবনের পাশে ৯৯৯-এর কার্যালয় অবস্থিত। আর বঙ্গবাজার-সংলগ্ন পুলিশ সদর দপ্তরে এই সেবার টেলিফোন লাইন, বিদ্যুৎ-সংযোগসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি বিমানবাহিনী ও সেনাবাহিনীর সম্মিলিত চেষ্টায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

universel cardiac hospital

আগুন লাগার পর সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বঙ্গবাজার ও এর আশপাশের এলাকায় ‘পাওয়ার ব্যাকআপ’ না থাকায় এই সেবা বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন