সাকিব-তাইজুলের ঘূর্ণিতে চালকের আসনে টাইগাররা

ক্রীড়া ডেস্ক

মিরপুরে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। ব্যাট হাতে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি এবং বল হাতে সাকিব-তাইজুলের ঘূর্ণিতে এখন চালকের আসনেই রয়েছে টাইগাররা। ফলে জয়টা বাংলাদেশের জন্য এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

আয়ারল্যান্ডের করা ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬৯ রান তুলে বাংলাদেশ। তাতেই লিড পায় ১৫৫ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ বিকেলে ৪ উইকেটে ২৭ রান তুলেছে আইরিশরা। ফলে ইনিংস ব্যবধানে হার ঠেকাতে আয়ারল্যান্ডের দরকার আরও ১২৮ রান।

universel cardiac hospital

তাইজুল ইসলামের ঘূর্ণিতে প্রথম দিনের খেলায় ২১৪ রানেই অলআউট হয়ে যায় সফররত আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শেষ বিকেলে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। আর দিনের শেষ বলে আউট হয়েছেন তামিম ইকবাল খান।

দ্বিতীয় দিনের খেলায় আজ ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত ব্যাটার মুমিনুল হক। সঙ্গী হিসেবে সাকিবকে পান তিনি। দিনের শুরুটাই ভালো হলো না বাংলাদেশের। মার্ক আদায়েরের বলে ব্যক্তিগত ১৭ রানে সাজঘরে ফেরেন মুমিনুল।

৪০ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে তুলেন ১৫৯ রান। তাতেই সুবিধাজনক অবস্থানে চলে আসে টাইগাররা। ফিফটি পূরণের পর সেঞ্চুরির পথে হাঁটছিলেন সাকিব। কিন্তু ৯৪ বলে ৮৭ রানে ফেরেন তিনি।

তবে সাকিবের না পারা কাজটি সুন্দরভাবে সম্পন্ন করেন মুশফিক। তুলে নেন দশম টেস্ট সেঞ্চুরি। তার সঙ্গ দিচ্ছিলেন লিটন। ভুল শট খেলে ব্যক্তিগত ৪৩ রানে আউট হন তিনি। এদিকে সেঞ্চুরির পর মুশফিকের ইনিংস থেমেছে ১২৬ রানে। শেষদিকে ব্যাট করতে নেমে ফিফটি পেয়েছে মেহেদি হাসান মিরাজ। আউট হন ৫৫ রানে।

শেষ বিকেলে ব্যাট করতে নেমে সাকিবের করা প্রথম ওভারেই শূন্যরানে ফেরেন আইরিশ ওপেনার জেমস ম্যাককলাম। পরে মুরি কমিন্স ও অ্যান্ডি বালবির্নিকে ফেরান তাইজুল। কমিন্স ১ ও বালবির্নি ৩ রান করেন। আর দিনের শেষ উইকেটটা নেন সাকিব। কুর্তিস ক্যাম্ফেরের ব্যাট থেকে আসে ১ রান। দিন শেষে ৮ রানে টেক্টর ও ১০ রানে পিটার অপরাজিত রয়েছেন।

শেয়ার করুন