দ্রুত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা চান সি-মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক

যত দ্রুত সম্ভব রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা আয়োজনের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আজ বেইজিংয়ে এই দুই নেতার পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। খবর রয়টার্সের।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সি ও মাখোঁ আজ বৃহস্পতিবার বৈঠক করেন। ওই বৈঠকে সংঘর্ষের সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে তাঁদের অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন দুই নেতা।

universel cardiac hospital

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে তাঁর ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকে দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বলার আহ্বান জানান। এর জবাবে সি বলেন, দুই পক্ষ যত দ্রুত সম্ভব শান্তি আলোচনায় বসবে বলে তিনি আশা করছেন।

ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বেইজিং সফর করছেন মাখোঁ ও ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। বেইজিংয়ে সির সঙ্গে এক বৈঠকে মাখোঁ বলেন, পশ্চিমাদের অবশ্যই বেইজিংকে সংকট নিরসনে সহায়তা করতে হবে এবং উত্তেজনা রোধ করতে হবে, যাতে বৈশ্বিক শক্তিগুলোকে যুদ্ধরত ব্লকে বিভক্ত করতে না পারে।

শেয়ার করুন