বঙ্গবন্ধুসহ মনীষীদের ছবি কাপড়ে ঢাকল কারা?

চট্টগ্রাম প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মরমি শিল্পী লালন ফকির, খ্যাতনামা শিক্ষাবিদ, বিপ্লবীসহ মনীষীদের ছবিও সহ্য হলো না! এসব মনীষীর ছবি টানানো রয়েছে চট্টগ্রাম নগরীর সিরাজদৌলা সড়কের চন্দনপুরায় গুল-এজার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালজুড়ে। মূলত শিক্ষার্থীদের দেশবরেণ্য এসব মনীষী সম্পর্কে জানানোর জন্যই ছবিগুলো টানানো হয়েছে।

এর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবিসহ আরো অনেক বিখ্যাত কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, বিপ্লবীর ছবিও রয়েছে। কিন্তু এসব ছবি কালো কাপড় দিয়ে কে বা কারা ঢেকে দিয়েছে।

universel cardiac hospital

বুধবার সন্ধ্যায় ওই কালো পর্দা সরিয়েই এ ছবি তোলা হয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে বীর প্রসবিনী, বিপ্লবতীর্থ হিসেবে খ্যাত বন্দরনগরী চট্টগ্রামে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, রোজার মাসেই এ অপকর্ম করা হয়েছে। এ বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

শেয়ার করুন