জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মরমি শিল্পী লালন ফকির, খ্যাতনামা শিক্ষাবিদ, বিপ্লবীসহ মনীষীদের ছবিও সহ্য হলো না! এসব মনীষীর ছবি টানানো রয়েছে চট্টগ্রাম নগরীর সিরাজদৌলা সড়কের চন্দনপুরায় গুল-এজার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালজুড়ে। মূলত শিক্ষার্থীদের দেশবরেণ্য এসব মনীষী সম্পর্কে জানানোর জন্যই ছবিগুলো টানানো হয়েছে।
এর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবিসহ আরো অনেক বিখ্যাত কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, বিপ্লবীর ছবিও রয়েছে। কিন্তু এসব ছবি কালো কাপড় দিয়ে কে বা কারা ঢেকে দিয়েছে।
বুধবার সন্ধ্যায় ওই কালো পর্দা সরিয়েই এ ছবি তোলা হয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে বীর প্রসবিনী, বিপ্লবতীর্থ হিসেবে খ্যাত বন্দরনগরী চট্টগ্রামে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, রোজার মাসেই এ অপকর্ম করা হয়েছে। এ বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।