আদালত থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি দেশেই আছে: সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক

আদালত থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিরা এখনো দেশেই আছেন। তবে সিফাত ও সোহেল আলাদা জায়গায় অবস্থান করছেন। সংগঠনের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা পৃথক স্থানে অবস্থান করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

আসাদুজ্জামান বলেন, পলাতক দুই জঙ্গি দেশেই রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়কারী ও ছিনিয়ে নেওয়া এক জঙ্গির স্ত্রী ফাতিহা তাসনীম শিখা এবং ছিনিয়ে নেওয়া জঙ্গিদের আশ্রয়দাতা হুসনা আক্তারকে গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করে সিটিটিসি। তাদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের বিশেষায়িত এই ইউনিটের প্রধান।

ছয় মাসের নিখুঁত পরিকল্পনায় আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় জঙ্গি মইনুল হাসান শামিম ওরফে সিফাত এবং মো. আবু সিদ্দিক সোহেলকে। এই ছিনতাই মিশনের মূল সমন্বয়কারীর কাজ করেছেন ফাতিহা তাসনিম শিখা। এমন দাবি পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামানের।

ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।

শেয়ার করুন