তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, চীনের নিরবচ্ছিন্ন কর্তৃত্ববাদী সম্প্রসারণবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য গণতান্ত্রিক দেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে তাইপে। চীন গতকাল শনিবার তাইওয়ানের চারপাশ ঘিরে তিন দিনের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। এমন প্রেক্ষাপটে গতকাল সাইয়ের কাছ থেকে এমন মন্তব্য এল।
বেইজিংয়ের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছিলেন সাই। এতে ক্ষিপ্ত বেইজিং এখন তাইওয়ান ঘিরে সামরিক মহড়া করছে। খবর এএফপির।
সামরিক মহড়ার বিষয়ে বেইজিংয়ের ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় তাইপে সফররত মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন সাই। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল।