বাংলাদেশের জন্য করা আদানি বিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিক কার্যক্রম শুরু

মত ও পথ ডেস্ক

আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তির আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেডের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। পূর্ণ সক্ষমতায় চালু হলে ওই প্রকল্পে মোট বিদ্যুৎ উৎপাদন হবে ১ হাজার ৬০০ মেগাওয়াট। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গত শুক্রবার ভারতের স্টক এক্সচেঞ্জে দাখিল করা এক নোটিশে আদানি পাওয়ার বলেছে, ঝাড়খন্ডের গোড্ডা জেলায় অবস্থিত তাদের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।

আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেড (এপিজেএল) আদানি পাওয়ার লিমিটেডের শতভাগ মালিকানাধীন একটি সাবসিডিয়ারি কোম্পানি। ভারতের ব্যবসায়ী গৌতম আদানি আলোচিত এই কোম্পানির প্রতিষ্ঠাতা।

সংবাদে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) আলোকে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

শেয়ার করুন