পাঁচ সিটি করপোরেনে নৌকাপ্রত্যাশী ৪১ জন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ
ফাইল ছবি

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়া সম্পন্ন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বুধবার শেষ দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে।

চার দিনের মোট হিসাবে দেখা যায়, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট―এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

universel cardiac hospital

মনোনয়ন ফরম সংগ্রহকারীদের তালিকা দেখতে ক্লিক করুন

আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ জন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে তিনজন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে চারজন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাতজন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ইতিমধ্যে পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। এ ছাড়া ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সবগুলো সিটি করপোরেশনেই ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন