ঢাকার বায়ুর মানে উন্নতি

মত ও পথ ডেস্ক

বায়ুদূষণ
ফাইল ছবি

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসের মানে হঠাৎ উন্নতি হয়েছে। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকালে ঢাকার বাতাস রয়েছে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায়।

আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৩৬, অবস্থান ১৪তম। মঙ্গলবার স্কোর ছিল ১৯৯, তার আগের দিন (সোমবার) ছিল ১৯৪।

universel cardiac hospital

বৃহস্পতিবার সকাল ৯টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।

তালিকায় দেখা গেছে, আজ দূষণের শীর্ষে থাকা বেইজিংয়ের স্কোর ৫৩৪। তালিকায় এর পরে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, স্কোর ২৬০। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের শেনইয়াং, ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু, ইরাকের বাগদাদ, পাকিস্তানের লাহোর, মিয়ানমারের ইয়াংগুন, চীনের উহান এবং মিয়ানমারের ইয়াংগুন।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ৯৯টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে বেইজিং।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।

শেয়ার করুন